Facebook Youtube Twitter LinkedIn
...
বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সুখবর, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের আবেদন শুরু

উচ্চশিক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীদের কাছে বেশ পছন্দের গন্তব্য অস্ট্রেলিয়া। বিশ্বের শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে দেশটিতে। অন্যান্য সমমানের দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় পড়ালেখার খরচও কিছুটা কম। বাংলাদেশ থেকেও প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি জমান।

নিজস্ব অর্থায়নের পাশাপাশি অস্ট্রেলিয়ায় বৃত্তি নিয়ে বিদেশি শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ রয়েছে। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সরকার প্রতিবছর বেশ কয়েকটি বৃত্তি দিয়ে থাকে। এরকমই একটি বৃত্তি হলো “অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ”।

অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগে এ বৃত্তিতে মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য এরই মধ্যে আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে। সরকারি এই বৃত্তির জন্য স্নাতক পাশ করা বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।


অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের আবেদন শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশিরাসহ বিশ্বের যেকোনো দেশের আগ্রহী শিক্ষার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।


এ বৃত্তি পেলে স্বাস্থ্য, ডেভেলপমেন্ট, পরিবেশ, সাসটেইনেবিলিটি, ট্রেড, পাবলিক পলিসি, অর্থনীতি, গভর্ন্যান্স, ইনফ্রাস্ট্রাকচার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ব্লু ইকোনমিসহ বিভিন্ন বিষয়ে পড়া যাবে।

সুযোগ-সুবিধা 
সম্পূর্ণ বিনা বেতনে পড়ালেখা
বই ও পড়াশোনার আনুষঙ্গিক জিনিসের খরচ
বিমানে ইকোনমি ক্লাসে রিটার্ন টিকেট
বসবাসের খরচ ও স্বাস্থ্য বিমা
কোর্সভেদে রয়েছে ফিল্ডওয়ার্কের সুযোগ-সুবিধা
আবেদনের যোগ্যতা 
১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন না।
অস্ট্রেলিয়ার নাগরিকের সঙ্গে বাগদান বা বিবাহিত হলে আবেদন করা যাবে না
কোনো সামরিক সেবার সঙ্গে যুক্ত থাকা যাবে না
আইএলটিএস স্কোর কমপক্ষে ৬.৫ হতে হবে এবং প্রতিটি ব্যান্ড স্কোর ৬ এর নিচে হওয়া যাবে না
বিশ্বের যেকোনো দেশের নাগরিকেরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন

আবেদনের পদ্ধতি 
আবেদনের বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে।
https://australiaawardsbangladesh.org/


Collected From Daily Janakantha



Do you Need Any Help?