Facebook Youtube Twitter LinkedIn
...
ইবিতে রমজানের ছুটি শুরু ১১ মার্চ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র রমজান ও ঈদুল ফিতরের বন্ধ শুরু হচ্ছে আগামী (সোমবার) ১১ মার্চ। দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুলবে ২০ এপ্রিল। তবে এ ছুটিতে বিভাগগুলো চাইলে নিতে পারবে চূড়ান্ত পরীক্ষা।
বুধবার (৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। 
অফিস আদেশে বলা হয়, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ১১ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস সমূহ বন্ধ থাকবে। এছাড়া ছুটিতে বিভাগ সমূহ চাইলে পরীক্ষা পরিচালনা করতে পারবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ পরিবহন অফিসে চাহিদাপত্র দিয়ে গাড়ির অবস্থা করবে। 
এবিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, একাডেমিক কাউন্সিলে ছুটির বিষয়ে সিন্ধান্ত হয়। তবে বন্ধের এই সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবা সমূহ যেমন: চিকিৎসা, পানি, বিদ্যুৎ’সহ নিরাপত্তা ও এস্টেট চালু থাকবে এবং অফিস কার্যক্রম যথারীতি চলবে।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, একাডেমিক কাউন্সিলে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। হল সমূহ বন্ধের ব্যপারে কোনো সিদ্ধান্ত হয় নি। আপাতত রমজানের ছুটিতে হল খোলা থাকবে।
Collected From Daily ittefaq