Facebook Youtube Twitter LinkedIn
...
আয়ারল্যান্ডে প্রথমবারের মতো ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

আয়ারল্যান্ডে প্রথমবারের মতো ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ কমিউনিটি অব ডাবলিন (বিসিডি) ও ডাবলিন আওয়ামীলীগের যৌথ উদ্যোগে আয়োজিত কমিউনিটি ডায়ালগ শেষে এ কার্যক্রমের উদ্বোধন করেন যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও লাইবেরিয়ার হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। ডাবলিনের আলসা অডিটরিয়ামে এ কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়।
এর আগে প্রশ্নোত্তর ও মত বিনিময় পর্ব শুরু হওয়ার পর তিনি জাতির জনক বঙ্গব্ন্ধুসহ সকল ভাষা শহীদদের সম্মান ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। 
আয়ারল্যান্ডে বাংলাদেশ হাইকমিশন স্থাপনের বিষয়টি মন্ত্রণালয়ে ঝুলে আছে উল্লেখ করে অচিরেই সরকারের উর্ধ্বতন মহলে এ ব্যাপারে কথা বলবেন বলে আশ্বাস দেন হাইকমিশনার। এক প্রশ্নের জবাবে আয়ারল্যান্ডে শহীদ মিনার স্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে সরকারি অনুদানের বিষয়টিও নিশ্চিত করেন তিনি। 
এসময় হাইকমিশনারকে ফুল দিয়ে বরণ করেন নতুন প্রজন্মের নওশিন ও নাফিসা। আহবায়ক বেলাল হোসেনের নেতৃত্বে আয়ারল্যন্ড আওয়ামীলীগ ও সভাপতি ফিরোজ হোসেনের নেতৃত্বে ডাবলিন আওয়ামীলীগ আলাদা আলাদা ভাবে ফুলের তোড়া উপহার দেন। সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিসিডির সভাপতি মোহাম্মাদ মোস্তফা এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। ভয়েস অব আয়ারল্যান্ডের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান রন্টি চৌধুরী। পরিশেষে লিমরিক থেকে আগত কবি ও লেখক সাজেদুল চৌধুরী রুবেল তার প্রথম কাব্যগ্রন্থ ফেরাবো না তোমাকে তুলে দেন হাই কমিশনারের হাতে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিসিডির সভাপতি মোহাম্মদ মোস্তফা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। 
অনুষ্ঠান পরবর্তীতে আয়ারল্যান্ডে প্রথম বারের মতো ই- পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করেন হাইকমিশনার। মিনিস্টার অব কনস্যুলার ব্রিগেডিয়ার রকিব উদ্দীন খাঁনের নেতৃত্বে যাবতীয় কলস্যুলার সার্ভিসসহ এ কার্যক্রম টানা দুদিন চলে। অনুষ্ঠানসহ কনস্যুলার সার্ভিসের সার্বিক তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ কমিউনিটি অফ ডাবলিন (বিসিডি) এবং ডাবলিন আওয়ামীলীগ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী কবির, সেডা কলেজের পরিচালক সাইফুল ইসলাম, বিসিডির উপদেষ্টা লাভলী সারোয়ার, ড শ্যামল হোসেন, ড লুবনা, ফারুক সারোয়ার। এছাড়া উপস্থিত ছিলেন বিসিডির পক্ষ থেকে সহসভাপতি মানিক শুভ ইসলাম, মো. টিটু মিয়া, সাংগঠনিক সম্পাদক মিল্টন হক ও অপু কবির, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার রিয়াজ, সাইফুর রহমান বাবলু ও ব্যবসায়ী মুন্না সৈকত এবং বিসিডির মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক পপি সারোয়ারসহ বিভিন্ন পেশাজীবীর প্রবাসী।
Collected From Daily ittefaq