Facebook Youtube Twitter LinkedIn
...
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গবেষণায় গুরুত্বারোপ ইউজিসির

২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উচ্চশিক্ষা ও গবেষণায় গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। এ ছাড়া, তথ্য ও প্রযুক্তি খাতে পরনির্ভরশীলতা কমিয়ে আনা এবং উদ্ভাবনে জোর দেওয়ার পরামর্শ দেন তিনি।
আজ বুধবার (৬ মার্চ) ইউজিসিতে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে গবেষণা বিষয়ে গুরুত্বারোপ করেন ড. আলমগীর। ইনস্টিটিউট অফ ইলেকটিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) ই-রিসোর্স ব্যবহার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক আলমগীর বলেন, ‘দেশে গুণগত শিক্ষা নিশ্চিত করতে ইউজিসি কাজ করছে। এ লক্ষ্যে গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণা ও প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে (কিউ ১. কিউ ২. কিউ ৩) প্রকাশে আইইইই সহায়ক ভূমিকা পালন করতে পারে।’
ইউজিসি সদস্য ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব ড. ফেরদৌস জামান, ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া আইইইই’র ইন্টারন্যাশনাল এরিয়া ম্যানেজার কলিন ডিমেলো বক্তব্য প্রদান করেন।
ড. সাজ্জাদ হোসেন বলেন, ‘শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা আইইইই, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স, সাইবার সিকিউরিটি, ইন্টারনেট অব থিংসসহ প্রকৌশলের অন্যান্য শাখায় প্রকাশনাগুলোতে সহজ প্রবেশাধিকার পাচ্ছে। এর মাধ্যমে দেশের প্রকৌশল শিক্ষা-গবেষণার ক্ষেত্রে গুণগত মানোন্নয়ন এবং জ্ঞানের বিস্তার ঘটছে। দেশে মানসম্পন্ন গবেষণা-প্রকাশনার সংকট রয়েছে। আইইইই- ই-রিসোর্স এক্ষত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
Collected From Daily kalerkantho