Facebook Youtube Twitter LinkedIn
...
কারিগরি প্রশিক্ষণ পাবেন ২ লাখের বেশি প্রশিক্ষণার্থী, মাসে ১৫০০–২০০০ ভাতাসহ অন্য সুবিধা

অ্যাকসিলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিল ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) প্রকল্পের আওতায় ২ লাখের বেশি প্রশিক্ষণার্থী পাবেন প্রশিক্ষণ। ৪ মাসে ৩৬০ ঘণ্টা মেয়াদি এই কোর্সের জন্য কাছের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে। সম্পূর্ণ বিনা মূল্যে একজন বেকার যুবক ও যুবতী এই প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণার্থীদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে।

নিয়মিত উপস্থিতি সাপেক্ষে সাধারণ প্রশিক্ষণার্থী প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে পাবেন প্রশিক্ষণ ভাতা। নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রশিক্ষণার্থীরা প্রতি মাসে  পাবেন ২ হাজার টাকা প্রশিক্ষণ ভাতা। এ ছাড়া যাতায়াত ভাতা হিসেবে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক ৮০ টাকা হারে মাসে সর্বোচ্চ ১ হাজার ৭৬০ টাকা করে দেওয়া হবে।
প্রশিক্ষণার্থী একই কোর্সের উচ্চতর প্রশিক্ষণ নিতে পারবে, তবে একাধিক কোর্স বা অকুপেশনে প্রশিক্ষণ নিতে পারবে না। সব ধরনের সম্মানী ও প্রশিক্ষণ ভাতা ব্যাংকিং চ্যানেলে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে।
Collected From prothomalo