কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘পেশাগত পরিকল্পনা ছাড়া যারা ডিগ্রি অর্জন করছেন, শুধু তারাই বেকার থাকছেন। কোনও পরিকল্পনা ছাড়াই কেউ যখন সামাজিক বিজ্ঞান, ইংরেজি বা অন্য কোনও বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে, তারা মনে করে তাকে চাকরি দেওয়া সরকারের দায়িত্ব।’
রবিবার (৫ মে) রাজধানীর শেরাটন হোটেলে ‘ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে সালমান এফ রহমান বলেন, ‘গ্র্যাজুয়েশন করার আগে ভাবা উচিত, এই ডিগ্রি দিয়ে আমি কী চাকরি করবো, কোন পেশায় যাবো। যুক্তরাষ্ট্র কিংবা উন্নয়নশীল দেশে ৮০ শতাংশ লোক গ্রাজুয়েশন করে না। তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে।’
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘তথ্য ও প্রযুক্তি খাতে গত ১৫ বছরে ব্যাপক পরিবর্তন হলেও এর সঙ্গে তাল মিলিয়ে কোনও বিশ্ববিদ্যালয়ের কোর্স কিংবা কারিকুলাম পরিবর্তন করা হয়নি। ফলে আইসিটি খাতে রফতানি বাড়েনি। এ ব্যর্থতার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনই (ইউজিসি) অনেকাংশে দায়ী।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য ফেরদৌস আহমেদ ও জারা জাবীন মাহবুব প্রমুখ।
Collected From Banglatribune