Facebook Youtube Twitter LinkedIn
...
৭০ শতাংশ নম্বর ছাড়া পদোন্নতি পাবেন না ঢাবি শিক্ষকরা: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের প্রভাষক থেকে পরবর্তী পদোন্নতি পেতে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে এবং ৭০ শতাংশ নম্বর না পেলে পদোন্নতি দেওয়া হবে না। বছরে দুবার এই প্রশিক্ষণ হবে বলে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ১৪ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাবির উপাচার্য ও কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির (কিউএসি) চেয়ারম্যান প্রফেসর ড. আ স ম মাকসুদ কামাল এ কথা বলেন।

ঢাবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আজ শুক্রবার (২৪ জুন) সকালে কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এ সময় বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী নবীন শিক্ষকদের উদ্দেশে উপাচার্য বলেন, যারা আজ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছ, মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নিও। কারণ এ দেশের মানুষের টাকায় তোমাদের প্রশিক্ষণ হচ্ছে। এসব প্রশিক্ষণে অনেক অর্থ ব্যয় হয়। একবারই যেন প্রশিক্ষণ শেষ হয়। দ্বিতীয়বার যেন প্রশিক্ষণে অংশ নিতে না হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ সামাদ, ঢাবির উপ-উপাচার্য (সংস্কৃতি) প্রফেসর ড. শীতেষ চন্দ্র বাচার, ঢাবির কোষাধ্যক্ষ প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ, কুমিল্লা বার্ডের মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য দেন ঢাবির আইকিউএসি পরিচালক প্রফেসর ড. শবিতা রেজওয়ান রহমান।

মুখ্য বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রফেসর ড. হাসিনা খান, ঢাবির অবসরপ্রাপ্ত প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী।

১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ঢাবির ৪৮টি ডিপার্টমেন্ট থেকে ৫৮ নবীন শিক্ষক অংশ নিচ্ছেন।
Collected From DainikBangla