Facebook Youtube Twitter LinkedIn
...
কুয়েতে গরমের কারণে উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক শ্রম আইনের মানদণ্ড ও শ্রমিকদের স্বাস্থ্য জনস্বার্থ বিবেচনা করে ১ জুন থেকে আগস্ট পর্যন্ত উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজে নিষেধাজ্ঞা আরোপ করেছে কুয়েতের জনশক্তি পাবলিক অথরিটি। এসময়ে দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি অতিক্রম করে থাকে, যার কারণে এই তিন মাস বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

দেশটিতে ভারত ও মিশরের শ্রমিকের সংখ্যা বেশি হলেও বাংলাদেশি প্রবাসী রয়েছে প্রায় ৩ লাখ। তাদের অধিকাংশ ক্লিনিং, বাগান ও নির্মাণ শ্রমিক।
কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, এসময়ের মধ্যে খোলা আকাশে নিচে কর্মরত কোনো শ্রমিক  অভিযানে ধরা পড়লে ১০০ থেকে ২০০ কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা ও কোম্পানি লাইসেন্স ব্লক করে দেওয়া হবে। গ্রীষ্মে সূর্যের তীব্র রশ্মি থেকে কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় দিতে এসময়ে অভিযান পরিচালনা করবে ন্যাশনাল সেন্টার ফর অকুপেশনাল হেলথ অ্যাডমিনিস্ট্রেশন।
Collected From dhakapost