Facebook Youtube Twitter LinkedIn
...
পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগে সুপারিশ চলতি সপ্তাহেই

পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের চলতি সপ্তাহে চূড়ান্ত নিয়োগ সুপারিশ করার পরিকল্পনা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সংস্থাটি জানিয়েছে, নির্বাচিত প্রার্থীদের সনদ সংগ্রহ করে তা যাচাইয়ের কাজ শেষ। এ সুপারিশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি মিললে প্রার্থীদের চলতি সপ্তাহেই চূড়ান্ত সুপারিশ করা হবে।


চূড়ান্ত সুপারিশপত্র অনলাইন থেকে ডাউনলোড করে প্রার্থীরা স্কুল-কলেজ-মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক পদে যোগদানের সুযোগ পাবেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান বলেন, নতুন শিক্ষক নিয়োগে প্রার্থীদের কাছ থেকে সংগ্রহ করা সনদ যাচাইয়ের কাজ শেষ। চূড়ান্ত সুপারিশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলে এ সপ্তাহেই নতুন শিক্ষকদের চূড়ান্ত সুপারিশ করা হবে।


সনদের জটিলতা থাকায় নির্বাচিতদের মধ্য থেকে কিছু প্রার্থী চূড়ান্ত সুপারিশ না-ও পেতে পারেন বলেও জানান এনটিআরসিএ সচিব।

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
জানা গেছে, ৯৬ হাজার ৭৩৬টি শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। প্রার্থী না থাকায় ২২ হাজার ৩৩ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়। নিবন্ধিত প্রার্থীরা ভি-রোল ফরম পূরণ করে এনটিআরসিএতে তাদের সনদ জমা দিয়েছেন। তারা চূড়ান্ত সুপারিশের অপেক্ষায়।
Collected From jagonews24