বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠান ও চাকরি উভয় জায়গায় তাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করছি আমরা। বুদ্ধিপ্রতিবন্ধী, দৃষ্টিপ্রতিবন্ধীসহ বিভিন্ন প্রতিবন্ধিতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করছে সরকার।’
বিসিসি আয়োজিত এ চাকরি মেলায় তথ্যপ্রযুক্তি খাতের চাকরিদাতা প্রতিষ্ঠান ও সংগঠন, KFC, Chaldal, Foodpanda, walcard, My out sourcing, Digicon, Metronet, BACCO, BCS, FBCCI, CCOAB, e-CAB, WE Ges এনজিওসহ মোট ৫২টি প্রতিষ্ঠান অংশ নেয়। সারা দেশ থেকে এ চাকরি মেলায় অংশ নেন পাঁচ শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি। যারা তাদের নিজ যোগ্যতায় কাজ পেতে বায়োডাটা জমা দেন। এবারের চাকরি মেলায় পিআর পার্টনার হিসাবে কাজ করছে বাংলাদেশের অন্যতম পিআর প্রতিষ্ঠান মিডিয়া কোয়েস্ট বাংলাদেশ।
COLLECTED FROM JUGANTOR