বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ না দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নিবন্ধিত প্রার্থীদের একাংশ। তারা প্যানেলের বদলে প্রচলিত পদ্ধতিতে জাতীয় মেধা তালিকা থেকে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। একইসঙ্গে দ্রুত চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষক নিয়োগ নিয়োগের দাবি প্রার্থীরা। তবে, গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের বাদ দিয়ে একটি আবেদনের মাধ্যমে শিক্ষক পদে নিয়োগের দাবি জানিয়েছেন।
এসব দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রার্থীরা। বুধবার বেলা ১১টা থেকে এসব দাবি জানিয়ে প্রায় দুই ঘণ্টা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে দুপুর ১টার দিকে দাবি দাওয়া জানিয়ে এনটিআরসিএতে স্মারকলিপি জমা দিতে যান। অবস্থানরত প্রার্থীদের বেশিরভাগই ছিলেন ১৬ তম নিবন্ধনে উত্তীর্ণ।
অবস্থানরত প্রার্থীরা তিন দফা দাবি জানান, তাদের দাবিগুলোর মধ্যে আছে, প্যানেল না করে জাতীয় মেধাতালিকার মাধ্যমে নিয়োগ, দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ ও একটি আবেদনের মাধ্যমে ইনডেক্সধারী শিক্ষকদের বাদ দিয়ে শুধু নিবন্ধিতদের আবেদনের সুযোগ দেয়া।
প্রার্থীরা বলেন, আমরা ১৬তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ তারা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারি নি। আমরা ভালো নম্বর নিয়ে নিবন্ধন পরীক্ষায় পাস করেছি। কিন্তু নিবন্ধিতদের একাংশ প্যানেল করে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন করছে। আমরা প্যানেলে শিক্ষক নিয়োগ চাই না, জাতীয় মেধাতালিকা থেকে যারা ভালো নম্বর পেয়ে নিবন্ধিত হয়েছেন তাদের নিয়োগ চাই।
তারা আরও বলেন, আমরা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারিনি। বিশেষ গণবিজ্ঞপ্তিতে পদ অল্প ছিলো। তাই, আমরা দ্রুত চতুর্থ গনবিজ্ঞপ্তি চাই।
তারা আরও বলেন, অবস্থান কর্মসূচি শেষে আমরা এনটিআরসিএকে আমাদেত দাবি জানিয়ে স্মারকলিপি দেবো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
Collected from