এখন ইন্টারনেট ছাড়াও ই-মেইল পাঠাতে পারবেন। এই সুবিধা দিচ্ছে টেক জায়ান্ট গুগলের জি-মেইল। খুব সহজেই কাজটি করা যাবে। মেইল ডট গুগল ডটকম (mail.google.com)-এ গিয়ে ইন্টারনেট না থাকলেও জি-মেইলের মেইল পড়তে এবং জবাব দেওয়া যাবে।
এছাড়াও ইন্টারনেট ছাড়াই এখন পুরোনো মেইলও খুঁজে বের করতে পারবেন। এজন্য প্রথমে কম্পিউটার বা মোবাইলের ক্রোম ব্রাউজার ডাউনলোড বা ইনস্টল করুন। সেখানে থেকে মেইল ডট গুগল ডটকম লিঙ্কে ব্রাউজ করুন। এবার এটি বুকমার্ক করে রাখুন।