Facebook Youtube Twitter LinkedIn
...
মানসিক স্বাস্থ্যের প্রশিক্ষণ পাবেন শিক্ষকরা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। এ সময়ে স্বশরীরে ক্লাস বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক নানা মানসিক সমস্যায় ভুগছেন। এ পরিস্থিতিতে মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ‘মুক্ত পাঠের’ মাধ্যমে এ প্রশিক্ষণ নিতে হবে।
মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর ইউনিসেফের সহায়তায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে ‘মানসিক স্বাস্থ্যসেবাবিষয়ক ফার্স্ট এইড (পার্ট-১)’ অনলাইন প্রশিক্ষণ কোর্স তৈরি করে। তা বর্তমানে মুক্তপাঠে অন্তর্ভুক্ত করেছে। দীর্ঘ প্রায় ১৮ মাস কোভিড-১৯ এর কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও খেলাধুলা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে নানাবিধ মানসিক চাপ পরিলক্ষিত হচ্ছে।
শিক্ষার্থী ও শিক্ষকদের মানসিক চাপ নিরসনের লক্ষ্যে সব শিক্ষকের মানসিক স্বাস্থ্যসেবাবিষয়ক ফার্স্ট এইড (পার্ট-১) অনলাইন প্রশিক্ষণটি গ্রহণ করা প্রয়োজন। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে অনলাইনে মুক্ত পাঠের মাধ্যমে প্রশিক্ষণটি গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।
আরও বলা হয়, প্রশিক্ষণটি সম্পন্ন করার পর অংশগ্রহণকারী একটি অটোজেনারেটেড সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেটটি সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে ২০ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে সার্টিফিকেটগুলো জমা দেবেন।
জেলা শিক্ষা কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট উইংয়ে ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দেবেন।
Collected from