অভিযানের নেতৃত্ব দেন র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। অভিযান শেষে তিনি সাংবাদিকদের জানান, কেবল ভিসা পরামর্শক প্রতিষ্ঠান হয়েও বিদেশে লোক পাঠানোর কথা বলে গ্রাহকের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেয় ভিসা গাইড সেন্টার নামের প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি বিদেশ গমনেচ্ছুদের কানাডা, জাপান, ফিজি, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে চটকদার বিজ্ঞাপন দেয়। এরপর সারাদেশে তাদের দালালদের মাধ্যমে বিদেশ গমনেচ্ছুদের যোগাযোগ করতে বলে। অথচ তাদের এ ধরনের কোনো অনুমোদনই নেই।
র্যাব জানায়, চলতি বছরে প্রায় আড়াই হাজার লোকের কাছ থেকে কয়েক ধাপে ১ কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। এমন বেশ কয়েকজন ভুক্তভোগীর সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, এমডি, পরামর্শক, কাউন্সিলর এবং আইটি স্পেশালিস্টকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করে। পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালাও করে দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত.
Collection from bonikbarta