Facebook Youtube Twitter LinkedIn
সরকারি চাকরি আইন নিয়ে আপিল করবে সরকার

গতকাল জাতীয় সংসদে সরকারি চাকরি আইনের সংশোধনী বিল উত্থাপন করার সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কথা বলেন।

গত ২৫ আগস্ট সরকারি চাকরি আইনের ৪১ (১) ধারা সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। এ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত অভিযোগে করা ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হওয়ার আগে তাকে গ্রেফতার করতে হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ২০১৮ সালের সরকারি চাকরি আইন সংশোধন করার ‘সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২২’ সংসদে তুলতে গেলে আপত্তি জানান বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি বলেন, আইনটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সম্প্র্রতি উচ্চ আদালতের একটি রায় হয়েছে। তাই আইনটি অকার্যকর। প্রশাসনের কর্মকর্তাদের বিশেষ সুবিধা দেয়া সংবিধানের সঙ্গে যায় না। যারা অপরাধ করবে তাদের কী আইনের আওতায় আনা হবে না? আগে এ আইনে যেসব অসংগতি আছে সেগুলো দূর করতে হবে।

Collection from bonikbarta