Facebook Youtube Twitter LinkedIn
চাকরি হারালেন ঢাবির এক শিক্ষক অন্যজনকে পদাবনতি

অন্যদিকে পিএইচডি থিসিসে চৌর্যবৃত্তির দায়ে ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুত্ফুল কবিরকে পদাবনতি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সহকারী অধ্যাপক আশরাফ-উজ-জামানের বিরুদ্ধে ঢাকার একটি দূতাবাসে বিনা অনুমতিতে পূর্ণকালীন চাকরি করার অভিযোগের ভিত্তিতে গঠিত ট্রাইব্যুনাল এর সত্যতা পায়। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষকের একই সময়ে দুই কর্মস্থলে পূর্ণকালীন চাকরি করা শাস্তিযোগ্য অপরাধ এবং চাকরির বিধিবিধান, শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থী হওয়ায় তাকে বরখাস্ত করা হয়। অন্যদিকে পিএইচডি থিসিস নকল ও জালিয়াতিসহ গর্হিত ও চাকরিবিধি পরিপন্থী কাজের অপরাধে ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুত্ফুল কবিরকে সহকারী অধ্যাপক পদে পদাবনতি করা হয়।

Collection from bonikbarta