Facebook Youtube Twitter LinkedIn
টাকা হাতিয়ে নেয়ার দায়ে চাকরিচ্যুত কর্মকর্তাসহ গ্রেফতার ৪

আজ বৃহস্পতিবার সিআইডি জানায়, বিকাশের চাকরিচ্যুত ডিস্ট্রিবিউটর সেলস অফিসারের (ডিএসও) সাহায্যে কর্মরত ডিএসও’দের নম্বর ক্লোন করে বিকাশের এজেন্টকে ফোন দিত প্রতারকরা। এরপর একাউন্ট আপডেটের কথা বলে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে নিত তারা।

সম্প্রতি এক বিকাশ এজেন্টের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে সিআইডি। ওই এজেন্ট জানান, তার এলাকার ডিএসও’র নম্বর থেকে ফোনে বলা হয়, বিকাশ হেড অফিস থেকে কল করা হলে যেন তথ্যাদি দেন। কিছুক্ষণ পরই বিকাশের হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে একটি নম্বর থেকে একাউন্ট আপডেটের কথা বলে কৌশলে ওটিপি সংগ্রহ করে। এরপর বিকাশ এজেন্টের নম্বর থেকে এক লাখ ৭০০ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।

সিআইডি অনুসন্ধানে ঘটনার সত্যতা পায় ও গতকাল বুধবার অভিযান পরিচালনা করে জামালপুর জেলা থেকে বিকাশের চাকরিচ্যুত ডিএসও শাহরিয়ার নাফিজ মিল্টন (২৫) ও মো. রিপন মিয়া (২৪)-কে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য মতে, রাজধানীর মোহাম্মদপুর থেকে মো. ইউছুফ মিয়া (১৮) এবং ফরিদপুর জেলার মালিগ্রাম থেকে চক্রের মূলহোতা মাহবুব কাজী (২১)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে নয়টি মোবাইল ফোন, সংযুক্ত ছয়টি সিমকার্ডসহ প্রতারণার কাজে ব্যবহৃত আরো ৫১টি বিভিন্ন সিম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর অধীনে মামলা করা হয়েছে।

Collection from bonikbarta