ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) গত ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্কলারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ এবং বিশেষ অতিথি ছিলেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ওমর ফারুক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।
এ আয়োজনে মোট ১৬৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। মোট বৃত্তির পরিমাণ ছিল ৯৫ লাখ টাকা। ইউল্যাব মেধাভিত্তিক 'নেমড স্কলারশিপ' ভাইস চ্যান্সেলরস অনার লিস্ট, ডিনস অনার লিস্ট ছাড়াও মুক্তিযোদ্ধার সন্তানদের এবং প্রত্যন্ত অঞ্চলের মেধাবী কিন্তু দরিদ্র শিক্ষার্থীদের শতভাগ বৃত্তি দিয়ে থাকে। বিভিন্ন বিভাগে ইউল্যাবের ৬৫% শিক্ষার্থী বৃত্তি লাভ করে থাকে।
প্রধান অতিথির বক্তব্যে ড. চন্দ বলেন, শুধু দেশীয় বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা নয় বরং ইউল্যাবকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় যেমন এমআইটি, হার্ভার্ডের মতো মানসম্পন্ন হতে হবে। তিনি শিক্ষার্থীদের বলেন, তোমাদের দেশের উন্নয়নের চিন্তা করতে হবে এবং একই সাথে নিজেকে এমনভাবে প্রস্তুত করতে হবে যেন তা ব্যক্তিগত লক্ষ্য অর্জন ও ক্যারিয়ার সহায়ক হয়।
অনুষ্ঠানে সমাপণী বক্তব্য দেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। এতে ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লে. কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.), ডিন, বিভাগীয় প্রধানগণ শিক্ষকমণ্ডলী, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Collected from deshrupantor