ছাঁটাই হিসেবে উল্লেখ করতে না চাইলেও খরচ কমাতে প্রতিষ্ঠান উল্লেখযোগ্যসংখ্যক কর্মীদের অব্যাহতি দিচ্ছে। অব্যাহতি দেয়া কর্মীদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে অন্য কাজের জন্য আবেদনের সুযোগ দিচ্ছে মেটা। তবে এর জন্য নির্ধারিত সময়সীমা মাত্র ৬০ দিন। জার্নালের তথ্যানুযায়ী, এতে যেসব কর্মী পেশাদার ও অধিক অভিজ্ঞতাসম্পন্ন তাদের ওপর প্রতিনিয়ত চাপ প্রয়োগ করা হচ্ছে।
মেটা সাম্প্রতিক সময়ে কর্মী ও প্রকল্প কমানোর বিষয়ে ইঙ্গিত দিয়ে আসছিল। মূলত রাজস্ব ঘাটতি ও মার্ক জাকারবার্গ বর্ণিত অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতেই এমন উদ্যোগ গ্রহণে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের আয়-সংক্রান্ত সর্বশেষ বৈঠকে প্রধান নির্বাহী (সিইও) কর্মী নিয়োগ কমিয়ে দেয়ার বিষয়ে জানিয়েছিলেন। পাশাপাশি কম সম্পদ ব্যবহারে বেশি কিছু করার কথাও জানিয়েছিলেন। সম্প্রতি কর্মীদের কঠিন সময়ের বিষয়ে জানিয়েছিলেন। সেই সঙ্গে যারা কম পারদর্শী তাদের চিহ্নিত করে অব্যাহতি প্রদানে ম্যানেজারদেরও নির্দেশনা দিয়েছিলেন।
প্রতিষ্ঠানটি তাদের রিয়ালিটি ল্যাব বিভাগের বেশকিছু প্রকল্পও বন্ধ করে দিয়েছে। কেননা গত বছর এ খাতে ১ হাজার কোটি ডলার লোকসান গুনেছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানা প্রতিষ্ঠান।
Collection From Bonikbarta