Facebook Youtube Twitter LinkedIn
...
অবকাঠামো খাতে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের অবকাঠামো খাতে কাজ করতে আগ্রহ প্রকাশ দক্ষিণ কোরিয়া। আজ মঙ্গলবার ঢাকার একটি হোটেলে দক্ষিণ কোরিয়া দূতাবাস ও কোরিয়ান সংস্থা কোটরা একটি রোডশো অনুষ্ঠানে এ আগ্রহের কথা জানান ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন। 
অনুষ্ঠানে হুন্দাই, স্যামসাং, হালা কনস্ট্রাশনসহ  ১১টি কোরিয়ান কোম্পানি এতে অংশগ্রহণ করেছে। দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত লি জ্যাং কিউন বলেন, ১৯৭৩ থেকে ১১১টি কোরিয়ান কোম্পানি বাংলাদেশে ২১০টি অবকাঠামোগত প্রকল্পে কাজ করেছে। এমনকি স্বাধীনতার আগে ১৯৬৯ সালে কোরিও ডেভেলপমেন্ট ঢাকা-চিটাগাং হাইওয়ে প্রকল্পে কাজ করেছে। তিনি বলেন, কোরিয়ান সরকার অবকাঠামো খাতে আরো বেশি কাজ করতে আগ্রহী এবং এজন্য সহজ শর্তে ঋণ সহযোগিতা দিতে পারে।
Collected from bonikbarta



Do you Need Any Help?