Facebook Youtube Twitter LinkedIn
...
খণ্ডকালীন চাকরি করতে পারবেন এএনএর কর্মীরা

বিষয় সম্পর্কে অবগত কয়েকটি সূত্র শনিবার জানায়, খুব সম্ভবত আগামী বছরের শুরুতে এএনএর ১৫ হাজারের মতো কর্মী খণ্ডকালীন বা ঘণ্টার ওপর ভিত্তি করে অন্যান্য কাজ করতে পারবেন। এর আগ পর্যন্ত শুধু একক উদ্যোগে কাজ করতে পারতেন কর্মীরা। যেমন টিউটরের কাজ বা নিজের কোনো ছোট ব্যবসা। আন্তর্জাতিক ফ্লাইটে রেকর্ড সর্বোচ্চ পতনের ফলে বিভিন্নভাবে টিকে থাকার চেষ্টা করছে উড়োজাহাজ সংস্থা এবং তার লাখ লাখ কর্মী। সম্প্রতি জাপানের বাজার থেকে সম্পূর্ণ ব্যবসা গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়াভিত্তিক বাজেট এয়ারলাইনস এয়ারএশিয়া গ্রুপের জাপানি ইউনিট এয়ারএশিয়া জাপান। সূত্রগুলো বলছে, এএনএর কর্মীরা যে বিভিন্ন ধরনের খণ্ডকালীন কাজ করতে পারবেন, সে অনুমতি দিয়ে আগেই শ্রমিক ইউনিয়নকে অবগত করেছে তারা। এএনএর প্যারেন্ট কোম্পানি এনএনএ হোল্ডিংস গত জুলাইয়ে জানায়, এপ্রিল-জুন প্রান্তিকে তারা ১০০ কোটি ডলার বা ১০ হাজার ৮৮২ কোটি ইয়েন লোকসান গুনেছে। কিয়োদো

Collection From bonikbarta