এর আগেও বড় নিয়োগ দিয়ে আলোচনায় ছিল যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠানটি। গত বছর পাঁচ হাজারের বেশি সফটওয়ার ডেভেলপার ও ডেটা সায়েন্টিস্ট নিয়োগ করে তারা। এমন এক সময়ে এ নিয়োগ হয়েছে তখন বড় টেকনোলজি জায়ান্টগুলো কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছে অথবা ছাঁটাই করছে।
বর্তমানে জেপি মরগানের বৈশ্বিক কর্মীর পরিমাণ দুই লাখ ৭৮ হাজারের মতো, যার মধ্যে ২০ শতাংশ প্রযুক্তি সংশ্লিষ্ট কর্মী।
টেক্সাসের জেপি মরগানের এক অভ্যন্তরীণ কনফারেন্সে বুধবার প্রতিষ্ঠানটির ৫০০ জন শীর্ষ প্রকৌশলী একত্রিত হয়েছিলেন৷ সেখানে লরি বিয়ার বলেন, আমরা অবশ্যই এখনো নিয়োগ করছি।
তিনি বলেন, অনিশ্চিত অর্থনৈতিক সময়ে জেপি মরগান একটি নিরাপদ স্থান। যখন আপনি একটি কঠিন অর্থনৈতিক সময়ে যাচ্ছেন ও সবকিছু খুব অস্থির; ওই সময়টি আমাদের অনুকূলে থাকে।
জেনারেল সফটওয়ার ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি ও ক্লাউড কম্পিউটিংসহ বিভিন্ন ক্ষেত্রে জেপি মরগানের নতুন নিয়োগ পাওয়া প্রকৌশলীরা কাজ করবেন।
সাম্প্রতিক বছরগুলোতে কর্মী নিয়োগের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যাপক প্রতিযোগিতা করছে ব্যাংকগুলো। তবে প্রচুর সুযোগ-সুবিধাসহ দ্রুতগতিতে অভিনব পণ্য ও পরিষেবা তৈরি করে এমন প্রযুক্তি সংস্থাগুলোর প্রতি প্রকৌশলীদের আগ্রহ বেশি। সে তুলনায় ব্যাংক পুরোনো প্রযুক্তিতে কাজ করে, যেখান নতুন উদ্ভাবন কমই দেখা যায়। তবে লরি বিয়ার বলছেন, জেপি মরগানের লক্ষ্য সেই ধারণাকে উড়িয়ে দেয়া।
Collection From bonikbarta