Facebook Youtube Twitter LinkedIn
...
চাকরি রাজস্বকরণের দাবিতে অনশনে মৎস্য অধিদপ্তরের ৫১২ কর্মচারী

চাকরি রাজস্বকরণের দাবিতে অনশন করছেন মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পে নিয়োগপ্রাপ্ত ৫১২ কর্মচারী।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কর্মীরা এ কর্মসূচী শুরু করেন।

সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
কর্মসূচীতে অনশনকারীরা জানান, এই প্রকল্পের আওতায় ২০১৫-১৬ অর্থবছরে ৫১২ কর্মচারীকে জাতীয় বেতন স্কেলের ১৬তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়। পরে তাদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ হিসেবে গড়ে তোলা হয়। 

আগামী ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। 

তবে কর্মচারীদের দাবি, এই দক্ষ জনশক্তিকে রাজস্বখাতে স্থানান্তরে  সরকারি পরিপত্র থাকা সত্ত্বেও মন্ত্রণালয় ও অধিদপ্তর এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।

এ অবস্থায় তারা তাদের দক্ষতাকে কাজে লাগাতে এবং সম্ভাব্য বেকারত্বের হাত থেকে মুক্তি পেতে চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে অনশনে বসতে বাধ্য হয়েছেন।

Collected From thedailystar