উদয়ন বিদ্যালয়ে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মসূচি
রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ‘মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রকল্প’ শীর্ষক শিক্ষামূলক কর্মসূচি আয়োজিত হয়েছে। গত বৃহস্পতিবারের এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অতিথি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
মাসিক ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও এ সম্পর্কিত ট্যাবু ভাঙার উদ্দেশ্যে ইউনিসেফের সহযোগিতায় আয়োজনটি করেছে হাউস অব ভলান্টিয়ারস এবং আইটিএন-বুয়েট।
ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত কিশোরীদের মাঝে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা তৈরি এই কর্মসূচির মূল লক্ষ্য। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমে মাসব্যাপী এই কর্মসূচির সূচনা হয়।
আয়োজনটি উদ্বোধন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম। পরে হাউস অব ভলান্টিয়ারস ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপটারের সভাপতি ফারিয়া হক জাহিন পুরো কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের টেকনিক্যাল অফিসার মোমেনা আক্তার হ্যাপি।
অনুষ্ঠানে মাসিক ব্যবস্থাপনা, মাসিক চলাকালীন করণীয়, খাদ্যাভাস এবং সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করেন ৬০ জন শিক্ষার্থী। মাসিক নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার নিয়েও আলোচনা হয়। শিক্ষার্থীদের মাসিক সম্পর্কিত জ্ঞান মূল্যায়নে কর্মসূচির শুরু ও শেষে কুইজ অনুষ্ঠিত হয়। সবশেষে স্যানিটারি ন্যাপকিন, বুকলেট ও শুভেচ্ছামূলক উপহার বিতরণ করা হয়।
হাউস অব ভলান্টিয়ারস ও আইটিএন-বুয়েটের মাসব্যাপী এই কর্মসূচি চলবে ঢাকার অভ্যন্তরীণ আরো একটি ও ঢাকার বাইরের দুটি বিদ্যালয়ে। এ কর্মসূচির কৌশলগত অংশীদার বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট ফর ওয়াটার, মিডিয়া পার্টনার হিসেবে আছে বণিক বার্তা ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং টেকনিক্যাল পার্টনার ওয়াটারএইড বাংলাদেশ।
Collected From bonikbarta