মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার উপায় এবং বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, সিলেট সম্প্রতি একটি চুক্তি সই করেছে। এর আওতায় সিলেট শিক্ষা বোর্ডের সব শিক্ষকদের সম্মানী (প্রশ্ন প্রণয়নকারী, মোডারেটর, পরীক্ষক) উপায়ের মাধ্যমে বিতরণ করা হবে। সিলেট বোর্ডের চার শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষকরা সারা বছর তাদের উপায় অ্যাকাউন্টের মাধ্যমে সম্মানী পাবেন।
রোববার (২৩ অক্টোবর) উপায়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার, সেক্রেটারি প্রফেসর মো. কবির আহমেদ, উপায়ের পর্ষদ সদস্য এটিএম তাহমিদুজ্জামান, চীফ ফিন্যান্সিয়াল অফিসার সৈয়দ মো. এনামুল কবির, উপদেষ্টা জিষ্ণু রায় চৌধুরী এবং সহকারী পরিচালক হাসান মোহাম্মদ জাহিদ।
২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে। উপায়ের মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন: ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট, রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ এবং মোবাইল রিচার্জ ছাড়াও ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো এক্সক্লুসিভ সেবা গ্রহণ করতে পারছেন।
Collected from dhakapost