Facebook Youtube Twitter LinkedIn
...
চাকরিচ্যুত হলেন বিমানের ৫ কর্মকর্তা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার ৫ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) তাদের গ্রেপ্তার করে ডিবির লালবাগ বিভাগ। রোববার (২৩ অক্টোবর) তাদের চাকরিচ্যুত করল বিমান। 

চাকরিচ্যুতরা হলেন- আওলাদ হোসেন, মো.জাহাঙ্গীর আলম, এনামুল হক, মো. হারুন-অর-রশিদ ও মাহফুজুল আলম।

আরও পড়ুন> বিমানের ৫ কর্মকর্তা ছয় দিনের রিমান্ডে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও মো. যাহিদ হাসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদের গ্রেপ্তারের বিষয়ে ডিবি জানায়, তাদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত রয়েছে। নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকে তারা পরিকল্পনা শুরু করে দেন কীভাবে প্রশ্ন ফাঁস করবেন এবং কীভাবে  বিতরণ করবেন। পরিকল্পনা অনুযায়ী পরীক্ষার আগের দিন ৪-৫ জন মিলে নিয়োগ পরীক্ষার প্রশ্নটি ফাঁস করেন। পরে গ্রেপ্তাররা ফাঁস প্রশ্ন সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিতরণ করেন টাকা নিয়ে। এই প্রশ্ন তারা সর্বোচ্চ সাত লাখ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন ২ লাখ টাকা পর্যন্ত বিক্রি করেছে। এছাড়া গরিব পরীক্ষার্থীদের প্রশ্ন দিয়ে তারা নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই নিয়েছে যে তাদের বাড়ি কিংবা জমিজমা লিখে দেবে।

শনিবার (২২ অক্টোবর) তাদের আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর দক্ষিণখান থানায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে তাদের ছয় দিনের রিমান্ডে পাঠান আদালত।
Collected from dhakapost



Do you Need Any Help?