Facebook Youtube Twitter LinkedIn
...
সহকারী পরিচালক পদে পরীক্ষা: হাইকোর্টের আদেশ স্থগিত চায় বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পক্ষে আজ সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়।
এর আগে এক রিটের প্রাথমিক শুনানি গতকাল রোববার হাইকোর্ট রুল দিয়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করেন। বিজ্ঞপ্তি অনুসারে ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষা হওয়ার কথা।
আবেদন দায়েরের বিষয়টি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের অন্যতম আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের চেম্বার আদালতে মঙ্গলবার আবেদনের ওপর শুনানি হতে পারে।
উল্লেখ্য, গত ১০ মে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) ২২৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রার্থীদের ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর (১০ মে, ২০২২) হতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে বিসিএস ছাড়া সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিষয়ে গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। অর্থাৎ আগামী বছরের ৩০ জুন পর্যন্ত প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরিতে প্রবেশের বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করতে বলা হয়।
এ অবস্থায় বয়সসীমা ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগের বিজ্ঞপ্তি সংশোধন না করার বৈধতা নিয়ে চাকরিপ্রত্যাশী ত্রিশোর্ধ্ব মির্জা রকিবুল হাসান ১২ অক্টোবর ওই রিটটি করেন। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে বয়সসীমা ছাড়া দিয়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করেনি বলে অনেক চাকরিপ্রত্যাশী অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবেন।
হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাশেদুল হক। তিনি আজ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে।
Collected from prothomalo



Do you Need Any Help?