পিএসসি বলছে, নন-ক্যাডার নিয়োগের ক্ষেত্রে যে সমস্যা শুরু হয়েছে ও আন্দোলন চলছে, এ সমস্যা সমাধানে সরকারি কর্ম কমিশন (পিএসসি) নয়; বরং জনপ্রশাসন মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে। কেননা, বিধিমালা সংশোধন বা বিয়োজন করার এখতিয়ার জনপ্রশাসনের। পিএসসি কেবল সরকারের নির্দেশনা বাস্তবায়ন করে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, আন্দোলনকারীদের সমস্যা সমাধানে তারা বিধিমালা বাস্তবায়নেই সমাধান দেখছেন। এ বিষয়ে জানতে চাইলে প্রথম আলোকে দুটি প্রতিষ্ঠান থেকে এসব কথা জানানো হয়েছে। তবে বিশেষ কারণে কেউ নাম প্রকাশ করতে রাজি হননি।
জানতে চাইলে পিএসসির নীতিনির্ধারণী পর্যায়ের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বিধিমালা সরকার করেছে। পিএসসি কেবল পরীক্ষা নেওয়া ও নিয়োগের সুপারিশ করার দায়িত্বে। এর বাইরে পিএসসির কিছু করার নেই। আন্দোলনকারীদের এটা বুঝতে হবে। তাঁরা পিএসসির ওপর চাপ দিলেই পিএসসি কিছু করতে পারবে না। যদি এ বিষয়ে সরকারের যে নির্দেশনা বা সংযোজন-বিয়োজন পিএসসি বাস্তবায়ন করবে।
Collected from prothomalo