Facebook Youtube Twitter LinkedIn
...
এক শিফট হ‌চ্ছে সব প্রাথ‌মিক বিদ্যালয়

জানুয়া‌রি থেকে ‌দে‌শের সব সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে এক শিফ‌টে শিক্ষা কার্যক্রম চল‌বে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণ‌শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র স‌চিব মো. আ‌মিনুল ইসলাম খান।

রবিবার (৩০ অক্টোবর) স‌চিবাল‌য়ে মন্ত্রণালয়ে এক ব্রি‌ফিং‌য়ে তিনি এ তথ্য জানান।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয় তাকে। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আগে তিনি এই ব্রিফিং করেন।

সিনিয়র স‌চিব ব‌লেন, দে‌শের সব প্রাথ‌মিক বিদ্যালয়‌কে এক শিফ‌টে আনার প‌রিকল্পনা কর‌ছি। আগামী বছ‌রের জানুয়া‌রি থে‌কে এটা কার্যকর ক‌রে‌তে পারব।  

সারা দে‌শে একই সম‌য়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হ‌বে ব‌লে জানান গণ‌শিক্ষা স‌চিব।  

তি‌নি ব‌লেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বি‌বেচনায় নি‌য়ে সব সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে এক শিফট চালু করা হ‌বে।  

কিছু স্কুলে দুই শিফট চালু থাকায় এক শিফটের শিক্ষকদের মধ্যে ক্ষোভ চলে আসছিল। তারা এক শিফট চালুর দাবি জানিয়ে আসছিলেন।
Collected from ajkalerkhobor



Do you Need Any Help?