Facebook Youtube Twitter LinkedIn
...
বাংলাদেশ ব্যাংকে এডি পদে লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে লিখিত পরীক্ষা ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার সিলেবাস তথা বিষয়ভিত্তিক নম্বর বণ্টন প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে দুটি (বাংলা ও ইংরেজি) ফোকাস রাইটিংয়ে (বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব) ৩৫ নম্বর করে মোট ৭০ নম্বর। সাধারণ জ্ঞানে ৩০ ও ইংরেজি কম্প্রিহেনশনে ৩০ নম্বর। এ ছাড়া এসএসসি পর্যায়ের গণিতে ৩০ নম্বর, ইংরেজি থেকে বাংলা অনুবাদে ১০ এবং ইংরেজিতে আর্গুমেন্ট রাইটিংয়ে ৩০ নম্বর।

২ নভেম্বর সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৬৭১ জন। গত ২৮ অক্টোবর রাজধানীর ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী পরিচালক পদে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৬৫ জন।

Collected from rtvonline