যুব মহাসমাবেশে আসছেন আমতলীর ২ হাজার নেতাকর্মী
আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশে যোগ দিতে বরগুনার আমতলী থেকে আসছেন ২ হাজার নেতাকর্মী।
আমতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের নেতৃত্বে ২ হাজার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী আমতলী ছেড়েছেন।
বৃহস্পতিবার বিকালে এ সমাবেশ সফল করতে এমভি তরঙ্গ-১ লঞ্চযোগে তারা রওনা দেন। এতে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন সবুজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুব সমাবেশে ঢাকায় যাচ্ছি। তৃণমূল নেতাকর্মীরাই প্রধানমন্ত্রীর শক্তি। ওই শক্তি কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেব।
আমতলী উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবাহান লিটন বলেন, দেশ গড়ার কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাতিয়ার যুবলীগ। সেই যুবলীগের সুবর্ণজয়ন্তী সফল করতে সমাবেশে যাচ্ছি।
আমতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপকার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে দক্ষিণাঞ্চলের কিংবদন্তি নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন আরও বেগবান করতে প্রাণপণ চেষ্টা করছেন। তারই হাত ধরে দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগ রাজনীতি শক্তিশালী করতে কাজ করছি।
তিনি বলেন, ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমতলী-তালতলী আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার সেই নির্বাচনি আসন আমতলী উপজেলার আওয়ামী লীগ তৃণমূল কর্মী থেকে শুরু করে দলের শীর্ষ নেতারা ঐক্যবদ্ধ।
তিনি আরও বলেন, যুবলীগ যুব মহাসমাবেশ সফল করতে উপজেলার অন্তত ২ হাজার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মী নিয়ে ঢাকায় যাচ্ছি।
Collected from jugantor