Facebook Youtube Twitter LinkedIn
...
অনুপস্থিত ২৩০৪৭ বহিষ্কার ৪৪ পরীক্ষার্থী

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে ৪৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার শুরু হওয়া এই পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১১ লাখ ৭৫ হাজার ২৭৪ শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু অংশ নিয়েছে ১১ লাখ ৫২ হাজার ২২৭ জন। ২৩ হাজার ৪৭ জনই ছিল অনুপস্থিত। এদিন এইচএসসিতে বাংলা প্রথমপত্র, আলিমে কুরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসিতে (বিএম, বিএমটি ও ভোকেশনাল) বাংলা-২ বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানিয়েছে, প্রশ্ন তুলনামূলক ভালো হয়েছে। পরীক্ষা ভালো হয়েছে বলে অনেকেই জানিয়েছে।
এদিকে কারিগরি শিক্ষা বোর্ডও একাদশ শ্রেণির পরীক্ষা নিচ্ছে। রোববার দুপুর ২টা থেকে শুরু হওয়া ওই পরীক্ষায় বিএম (ব্যবসায় ব্যবস্থাপনা) এবং বিএমটি (ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি) গ্রুপের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছিল। কিন্তু বিএমটির শিক্ষার্থীদের নতুন সিলেবাসের পরিবর্তে পুরাতন সিলেবাসে করা প্রশ্ন দেওয়া হয়। পরীক্ষা শুরুর পর বিষয়টি শিক্ষার্থীরা শিক্ষকদের নজরে আনেন। পরে শিক্ষকরা তা বোর্ড কর্তৃপক্ষকে জানালে পরীক্ষা শুরুর প্রায় এক ঘণ্টা পর বিএমটির পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকেও বিজ্ঞপ্তি জারি করা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে বোর্ডের সচিব আবদুল্লাহ আল মাহমুদ জামান যুগান্তরকে জানান, প্রশ্নপত্র প্রণয়ন আর মুদ্রণের সঙ্গে কয়েকটি ধাপ আছে। এর কোনো একটি ধাপের ভুলের কারণে নতুন সিলেবাসের শিক্ষার্থীদের জন্য পাঠানো খামে পুরাতন সিলেবাসের প্রশ্নপত্র চলে গেছে। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। যেহেতু একাদশ শ্রেণির পরীক্ষাটি অভ্যন্তরীণ। তাই খুব কম সময়ের মধ্যেই প্রশ্নপত্র তৈরি ও মুদ্রণ করে পরীক্ষাটি নেওয়া যাবে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ঢাকার বকশীবাজারের বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, পরীক্ষার প্রশ্নফাঁসের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নফাঁসের নতুন যে কোনো পদ্ধতি মোকাবিলা করতে প্রশাসন তৎপর আছে। গত এসএসসি পরীক্ষা চলাকালে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অভিনব কায়দায় প্রশ্নফাঁসের চেষ্টা হয়েছিল। গত পরীক্ষায় যেসব ছোটখাটো ব্যত্যয় ঘটেছে তা বিশ্লেষণ করে আমরা ব্যবস্থা নিয়েছি। আমি আশা করি, এই পরীক্ষায় তা কার্যকর থাকবে। তারপরও কেউ যদি কোথাও অপচেষ্টা করেন তাহলে আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
কোচিং সেন্টার বন্ধ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বন্ধের নির্দেশনা আছে। এটি শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের পক্ষে একা বন্ধ করা সম্ভব নয়। স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, কোচিংয়ের প্রয়োজন আছে। ক্লাসে এত শিক্ষার্থী, সবার প্রতি শিক্ষকদের আলাদা নজর দেওয়া সম্ভব নয়। তবে নতুন যে শিক্ষাক্রম, তাতে কোচিংয়ে যাওয়ার প্রয়োজন হবে না।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আগামী বছরের পরীক্ষা এগিয়ে আনা হবে। এবারই এগিয়ে জুলাই-আগস্টে পরীক্ষা আনা হয়েছিল। বন্যার কারণে পরীক্ষা পেছাতে হয়েছে। আগামী বছর স্বাভাবিক সময়ের (এপ্রিলের) যত কাছাকাছি সম্ভব এগিয়ে আনার চেষ্টা করা হবে। আর আগামীতে যদি কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে সেই বোর্ডের পরীক্ষা সাময়িক বন্ধ রেখে অন্য বোর্ডের পরীক্ষা নেওয়ার চিন্তা করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে জানা গেছে, নয়টি শিক্ষা বোর্ডের অধীনে নেওয়া এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথমপত্রে অংশ নিয়েছে মোট ৯ লাখ ৪৩ হাজার ৬৯৬ জন। অনুপস্থিত ছিল ১৫ হাজার ২৫৫ জন। মোট ৬ জন বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনই কুমিল্লা শিক্ষা বোর্ডের। বাকিজন বরিশাল বোর্ডের।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক ছিল। তবে রাস্তায় জ্যামসহ বিভিন্ন অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী বিলম্ব করলেও তাকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি লিখে রাখা হয়েছে, যা পরে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন আকারে পাঠাতে হয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় প্রথমদিন মোট পরীক্ষার্থী ছিল ৯৩ হাজার ২৫২ জন। এর মধ্যে ৮৮ হাজার ১৫৩ উপস্থিত ছিল। বহিষ্কার করা হয়েছে ১৫ জনকে। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় এক লাখ ২৩ হাজার ৭১ জন পরীক্ষার্থী ছিল। তাদের মধ্যে ১ লাখ ২০ হাজার ৩৭৮ জন অনুপস্থিত ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৩ জনকে বহিষ্কার করা হয়েছে।
Collected from jugantor