Facebook Youtube Twitter LinkedIn
...
শিক্ষককে মারধর, জড়িতদের শাস্তির দাবিতে সাটুরিয়ায় মানববন্ধন

মানিকগঞ্জের সাটুরিয়ার হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক তোফাজ্জল হোসেনকে মারধরে প্রতিবাদে মানববন্ধন হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার পাঁচশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ছানিহুর আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, হরগজ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান জ্যোতি, প্রধান শিক্ষক আছালত জামান খান আরিফ, ধানকোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.খ.ম নুরুল হকসহ অন্যরা।
হরগজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান বলেন, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একজন শিক্ষককে তার ছাত্রদের হাতে মারধরের শিকার হতে হয়েছে। এর চেয়ে লজ্জা আর কষ্টের বিষয় কি হতে পারে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার তরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।
ওসি সুকুমার বিশ্বাস বলেন, জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। অভিযুক্ত আল আমিন ও রমজান আলী পলাতক রয়েছে বলেও তিনি জানান।
Collected from protidinersangbad