Facebook Youtube Twitter LinkedIn
...
সরকারি বিএম কলেজে মওকুফকৃত ফি বাতিল না হলে লাগাতার আন্দোলন

পূর্বের মওকুফকৃত ৬শ’টাকা ফি তৃতীয় বর্ষের সেমিস্টার ফির সাথে যুক্ত করে টাকা জমা দেয়ার নোটিশ দিয়েছে সরকারি বিএম কলেজ কর্তৃপক্ষ। এ নোটিশ পাওয়ার পর তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের এক পর্যায়ে তারা জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে তাদের দাবি তুলে ধরেন।


এ সময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বিজন সিকদার বলেন, করোনাকালীন সময় আন্দোলন করে ৬শ’টাকা মওকুফ করানো হয়েছিল। সেই টাকা যুক্ত করে কলেজ কর্তৃপক্ষ তৃতীয় বর্ষের সেমিস্টার ফি দেয়ার নোটিশ দিয়েছে। তারা কোনভাবেই মওকুফকৃত ফি দেবে না বলে সাফ জানিয়ে দেন। একই সাথে ওই ফি মওকুফ করা না হলে লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী দেন।

বেলা পৌনে ১২টায় এরপর বিএম কলেজের সামনে সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুর সোয়া ১টায় তারা ওই স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে অবস্থায় নেয়।

বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া সেখানে উপস্থিত হয়ে তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে বিক্ষোভরতরা সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যায়।

বাংলাদেশ জার্নাল



Do you Need Any Help?