Facebook Youtube Twitter LinkedIn
...
নগর দারিদ্র হ্রাসে নারী নেতৃত্বের গুরুত্ব অপরিসীম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় দরিদ্র বসতিতে বসবাসরত মানুষের কল্যাণে কমিউনিটি নেতৃত্বে পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। মূলত প্রকল্পের আওতায় কমিউনিটি সংগঠন গড়ে তোলা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সকল কর্মকান্ড পরিচালিত হয়। দরিদ্র বসতিতে কর্মসংস্থান, স্বাস্থ্য, নারী নির্যাতন বাল্যবিবাহ প্রতিরোধ বসবাসের উন্নত পরিবেশ তৈরির জন্য কমিউনিটি সংগঠনে নেতৃত্ব প্রদানকারী নারীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ ১৭ই অক্টোবর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পপের কমিউনিটি সংগঠন টাউন ফেডারেশন ও ক্লাষ্টারের নব নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এমনই বলছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সেলিম রেজা।  
প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা জনাব মামুন-উল-হাসান, উক্ত শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলাম, পিএসসি, প্রধান প্রকৌশলী  এবং কমডোর এস এম শরিফ-উল ইসলাম, (এন), এনপিপি, পিসিজিএম, পিসিজিএমএস, পিএসসি, বিএন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন  প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প টাউন ম্যানেজার মারুফ হোসেন, সোসিও ইকোনমিক এবং নিউট্রিশন এক্সপার্ট জোহরা খানম, গভরনেন্স এন্ড মোবিলাইজেশন এক্সপার্ট পবিত্র মান্দা, ফাইনান্স এন্ড এডমিন অফিসার ফারহানা করিম ভুইয়া, মনিটরিং এন্ড ইভাল্যূয়েশন অফিসার মোর্শেদা আক্তার, মোঃ জিয়াউল লতিফ, ইনফ্রাষ্ট্রাকচার এন্ড হাউজিং অফিসার, মোঃ হুমায়ুন কবির খান, বস্তি উন্নয়ন কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং কমিউনিটি সংগঠনের নতুন ও বিদায়ী নেতৃবৃন্দ এবং প্রকল্পের উপকারভোগী।
উল্লেখ্য যে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পটি বাংলাদেশ সরকার এফসিডিও এবং জাতিসংঘের উন্নয়ন তহবিলের সহায়তায় বাংলাদেশের ১৯ টি সিটি কর্পোরেশন ও পৌরসভায় দরিদ্র বসতিতে বিভিন্ন রকম উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। কমিউনিটি সংগঠন ক্রমান্বয়ে শক্তিশালী এবং সংগঠনে গনতন্ত্র চর্চার অনুশীলন অব্যাহত রাখার লক্ষ্যে গত এপ্রিল মাসের ২৪, ২৫ তারিখে প্রাথমিল দল, মে মাসের ২৭ তারিখে সিডিসি, জুন মাসের ২৯ ও ৩০ তারিখে সিডিসি ক্লাষ্টার এবং আগস্ট মাসের ২৫ তারিখে মিরপুরের পল্লবী কমিউনিটি সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হয়।
Collected from arthoniteerkagoj