Facebook Youtube Twitter LinkedIn
...
কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নন-ক্যাডার চাকরি প্রার্থীদের

৯ম দিনে গড়িয়েছে ৪০তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীদের আন্দোলন। ছয় দফা দাবিতে আজও সাদা প্লাস্টিকের মুখোশ পরে প্রতিবাদ জানিয়েছেন তারা। তাদের স্লোগানে স্লোগানে উত্তাল ছিল সরকারি কর্ম-কমিশন (পিএসসি) এলাকা। এসময় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সরকারি কর্ম-কমিশন (পিএসসি) গেটে মিছিল, কবিতা, গান ও বক্তৃতার মাধ্যমে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় আন্দোলনকারী চাকরিপ্রত্যাশীরা ‘দাবি মোদের একটাই, নন-ক্যাডার নিয়োগ চাই’, ‘দাবি মোদের একটাই পূর্বের নিয়ম বহাল চাই’, ‘অনৈতিক সিদ্ধান্ত মানি না মানবো না’, ‘বঙ্গবন্ধুর বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’, ‘শেখ হাসিনার বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’, ‘একাত্তরের হাতিয়ার-গর্জে উঠুক আরেকবার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
চাকরিপ্রত্যাশীরা জানান, আমরা টানা ৯ দিন ধরে ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু  পিএসসি মুখে কুলুপ এঁটে বসে আছে। মুখে কুলুপ এঁটে বসায় পিএসসির এই অচলাবস্থাকে তুলে ধরতেই আমরা মুখোশ পরে প্রতিবাদ জানাচ্ছি।
Collected from bd-pratidin