এবার চাকরি ফেরত দেওয়ার ঘোষণা ইলন মাস্কের
ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে প্রায় প্রতিদিনই আসছে কোনো না কোনো মুখরোচক খবর। কদিন ধরে তিনি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়ে যাচ্ছিলেন। টুইটার থেকে প্রায় ৩ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। একটি ই-মেলের মাধ্যমে তাদের জানানো হয়েছে, সংস্থায় তাদের আর প্রয়োজন নেই। টুইটারে সার্বিক খরচে লাগাম টানতেই এ পদক্ষেপ। কিন্তু এ সিদ্ধান্তের এক সপ্তাহ না জেতেই ছাঁটাই করা কিছু কর্মীকে ফেরত আনার অনুরোধ করা হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, টুইটারের কিছু কর্মীকে ভুলবশত ছাঁটাই করা হয়েছিল। তাদেরই আবার ফিরে আসতে বলছেন মাস্ক। এ ছাড়া, যাদের ফিরে আসতে বলা হচ্ছে, তাদের মধ্যে এমন কেউ কেউ রয়েছেন, যাদের কর্মদক্ষতা ভালোভাবে যাচাই করা হয়নি। টুইটারের নতুন কর্মপদ্ধতির পক্ষে তারা উপযোগী কি না, তা যাচাই না করেই তাদের বাদ দেওয়া হয়েছিল। তাদেরও আবার ফিরতে অনুরোধ করা হচ্ছে।
একই সঙ্গে ইলন টুইট করে আরও একটি বিষয়ে বলেছেন, এখন থেকে সেই সব অ্যাকাউন্ট সাসপেন্ড করা হবে, যেগুলো নিজেদের পরিচয় পরিবর্তন করবে। যদি কোনো প্যারোডি অ্যাকাউন্ট থাকে, তবে সেটিও স্পষ্টভাবে লেখা থাকতে হবে। নয়তো সেসব অ্যাকাউন্ট বন্ধ করা হবে, যেগুলো অন্য কারও নাম বা ছবি ব্যবহার করছে।
Collected from bd-pratidin