শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১০ ক্যাটাগরির পদে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
বিসিআইসির চিফ অব পার্সোনেল মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ১০ ক্যাটাগরির পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার শেষে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে। এসব পদে মোট ১৩৩ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।
পদ ও নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর—
১. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ১১০০৩৬৩৫, ১১০০৪৬৮৯, ১১০০৬৪০৩, ১১০০৬৮৭৫, ১১০০৭০৫১, ১১০০৭৭০৫, ১১০০৯১০৭, ১১০১০৫৭৯ ও ১১০১২১৪৪ =৯ জন
২. নিরাপত্তা/ফায়ার অ্যান্ড সেফটি কর্মকর্তা: ১২০০০০২৭ ও ১২০০০০৮০ = ২ জন
৩. চিকিৎসা কর্মকর্তা: ১৩০০০০৫১, ১৩০০০১১৯, ১৩০০০১৪০, ১৩০০০১৭৬, ১৩০০০২৩৩, ১৩০০০৭৮৮, ১৩০০০৯২৬, ১৩০০০৯৪৮, ১৩০০১০০৮, ১৩০০১২৬৭ ও ১৩০০১৪০১ = ১১ জন
৪. সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক): ১৫০০০৬০১, ১৫০০১৩১৪, ১৫০০১৩৩৮, ১৫০০১৫৭৬, ১৫০০১৯৮৯, ১৫০০২৫০৯, ১৫০০২৬৭১, ১৫০০৩৯৭৬ ও ১৫০০৪১০৩ = ৯ জন
৫. সহকারী প্রোগ্রামার: ১৪০০০৩২২, ১৪০০০৫০৪, ১৪০০০৭১০, ১৪০০০৭৩৬, ১৪০০০৭৮২, ১৪০০১৪২৩, ১৪০০১৫২৪ ও ১৪০০১৫৩৪ = ৮ জন
৬. সহকারী রসায়নবিদ: ১৬০০০২২১, ১৬০০০২২২, ১৬০০০৪৭৩, ১৬০০০৫৩৩, ১৬০০০৫৬০, ১৬০০০৮৭৮, ১৬০০০৯৪৫, ১৬০০০৯৭৩, ১৬০০১০২৬, ১৬০০১১১২, ১৬০০১১৫৭, ১৬০০১৩২৯, ১৬০০১৪৪০, ১৬০০১৫২৭, ১৬০০১৭০৪, ১৬০০১৭০৬, ১৬০০১৭৯৮, ১৬০০১৮১৩, ১৬০০১৯৬০, ১৬০০২১০৩, ১৬০০২২৩৯, ১৬০০২৫৭৯, ১৬০০২৬০৮, ১৬০০৩১৯২, ১৬০০৩২৭৪, ১৬০০৩৩১৬ ও ১৬০০৩৩৫৪ = ২৭ জন
৭. সহকারী প্রকৌশলী (কেমিক্যাল): ১৭০০০০৩৮, ১৭০০০০৬৬, ১৭০০০০৮৩, ১৭০০০১১৩, ১৭০০০১১৫, ১৭০০০১৩৭, ১৭০০০১৩৯, ১৭০০০১৪০, ১৭০০০১৮২, ১৭০০০১৯৪, ১৭০০০২২৩, ১৭০০০২২৮, ১৭০০০২৩৬, ১৭০০০২৬৭, ১৭০০০২৯১, ১৭০০০৩০২, ১৭০০০৩০৪, ১৭০০০৩১১, ১৭০০০৩২১, ১৭০০০৩৩৮, ১৭০০০৩৪৪, ১৭০০০৩৬০, ১৭০০০৩৬২, ১৭০০০৩৬৭, ১৭০০০৩৮৮, ১৭০০০৪৩৪ ও ১৭০০০৪৫২ = ২৭ জন
৮. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ১৮০০০২৮১, ১৮০০০৩৭৬, ১৮০০০৪৩৮, ১৮০০০৫০৬, ১৮০০০৬৬৪, ১৮০০১৩১০, ১৮০০১৩৫৩, ১৮০০১৪৭০, ১৮০০১৬২৭, ১৮০০১৬৫৭, ১৮০০১৭০৭, ১৮০০২৪০২, ১৮০০২৪০৬, ১৮০০২৫৪৬, ১৮০০২৬৭৮, ১৮০০২৭৮৪, ১৮০০২৮২৭, ১৮০০২৮৩৮ ও ১৮০০২৮৮৮ = ১৯ জন
৯. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৯০০০২৬০, ১৯০০০৩১৫, ১৯০০০৩৪৬, ১৯০০০৩৬৫, ১৯০০০৪০৩, ১৯০০০৪৯৯, ১৯০০০৫৪৪, ১৯০০০৬৪৭, ১৯০০০৬৫৪, ১৯০০০৬৭০, ১৯০০০৮৫৯, ১৯০০০৮৬৬, ১৯০০০৯৬২, ১৯০০১০১১, ১৯০০১০২১, ১৯০০১১১৭, ১৯০০১৪২৩, ১৯০০১৪৪১ ও ১৯০০১৪৪৪ = ১৯ জন
১০. বন কর্মকর্তা: ২০০০০০২৮ ও ২০০০০০৩৯ = ২ জন
নির্বাচিত প্রার্থীদের নামে পরবর্তী সময়ে নিয়োগপত্র ইস্যু করা হবে।