Facebook Youtube Twitter LinkedIn
...
অফিশে গণঘুমে ২৭ শো কর্মী, গেল চাকরি

আন্তর্জাতিক ডেস্ক: অফিসে কাজ করার বদলে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন ২৭ শো কর্মী। এদের সকলেরই চাকরি গিয়েছে। সংস্থার তরফ থেকে প্রত্যেককে মেল করে এদের সকলকে জানিয়ে দেওয়া হয়েছে, আর তাদের কাজে আসার দরকার নেই। চাকরি যাওয়ায় এরা সেই সব সুবিধা পাবে না যে সব সুবিধা কর্মীরা অবসরের পর পেয়ে থাকেন।

কর্মীদের পাঠানো মেলে বলা হয়েছে, বোর্ড অব ডাইরেক্টর্স সম্প্রতি বৈঠকে বসেছিল। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অত্যন্ত দুঃখের সঙ্গে সেই সিদ্ধান্ত জানাতে হচ্ছে। কর্মস্থলে অপ্রীতিকর পরিস্থিতির জন্য বোর্ড অব ডাইরেক্টর্স সিদ্ধান্ত নিয়েছে, ২৭ কর্মীর আর প্রয়োজন নেই। তাদের ছাঁটাই করা হচ্ছে। অবসরকালীন যে সব সুযোগ-সুবিধা তাদের পাওয়ার কথা, এই কর্মীরা সেই সব সুবিধে পাবেন না। আজ ২১ নভেম্বর থেকে বোর্ড অব ডাইরেক্টর্সদের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এই সব কর্মীদের মধ্যে সংস্থার বহু গাড়ি চালকও আছেন। মাসের শেষদিনগুলির জন্য তারা তাদের বেতন পাবেন। তাদের কাছে থাকা গাড়ির যন্ত্রাংশ তারা যেন ফিরিয়ে দেয়।
একসঙ্গে ২৭ কর্মী ইউনাইটেড ফার্নিচার ইন্ডাস্ট্রির। এরা সকলেই অফিসের মধ্যে ঘুমোচ্ছিলেন। সংস্থার এক কর্মীর চোখে পড়ে একসঙ্গে এতজন কর্মী কাজ বন্ধ করে ঘুমোচ্ছিলেন। ইউনাইটেড ফার্নিচার ইন্ডাস্ট্রির বোর্ড অব ডিরেক্টর্সের কানে যায় এই খবর। তারা বৈঠকে বসে। সিদ্ধান্ত নেয় এদের সকলকে ছাঁটাই করার। কর্মীদের মধ্যে সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার, চিফ ফাইনান্সিয়াল অফিসার এবং সেলসের ভাইস প্রেসিডেন্টও। 
Collected from eimuhurte