Facebook Youtube Twitter LinkedIn
...
‘চাকরি না দিয়ে ঘরে ঘরে বেকার তৈরি করতে চাচ্ছে সরকার’

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সমাবেশে নেতৃবৃন্দ রুটি-রুজির অধিকার আদায়ে শোষণমুক্তির সংগ্রামকে জোরদার করার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় দেশ চলে। মানুষের পরিশ্রমে ঘামমিশ্রিত ট্যাক্সের টাকা লুটপাট করে বড় লোক বানানো হচ্ছে। লুটপাটের কারণে তৈরি অর্থনৈতিক সংকটের বোঝা জনগণের ঘাড়ে মূল্য বৃদ্ধির মধ্য দিয়ে চাপিয়ে হচ্ছে।

আজ বৃহস্পতিবার রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কলেজ মাঠে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা সুমন মৃধা। সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'’র কেন্দ্রীয়  নেতা আহসান হাবিব লাবলু, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা রাগীব আহসান মুন্না ও জলি তালুকদার, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারি, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী, কেন্দ্রীয় সদস্য দুলাল সর্দার, হাজারীবাগ থানার নেতা আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস মোল্লা, মোহাম্মদ ইউসুফও মোহাম্মদ কামাল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গরিব মেহনতি মানুষকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে তাদের শোষণ করা হচ্ছে। তাই রুটি-রুজির অধিকার আদায়ে শোষণমুক্তির সংগ্রামকে বেগবান করতে হবে।
তারা আরো বলেন, সরকার ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছিল। অথচ এখন ব্যাটারিচালিত যানবাহন বন্ধ করে ঘরে ঘরে বেকার তৈরি করতে চাচ্ছে।
সমাবেশ থেকে বক্তারা ব্যাটারিচালিত যানবাহন আটক বন্ধ করে অবিলম্বে বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের দাবি জানান।
Collected from kalerkantho