সিলেটে চাকরি মেলায় জমা পড়েছে ৫০ হাজার সিভি
সিলেটের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে আয়োজিত বিডিজবস চাকরি মেলায় ৫০ হাজার আবেদন জমা পড়েছে। দেশের শীর্ষস্থানীয় ৫০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ চাকরি মেলায় অংশ নেন স্থানীয় প্রায় ২০ হাজারের বেশি চাকরি প্রত্যাশী।
সকালে চাকরি মেলার উদ্বোধন করেন সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিডিজবসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ. কে. এম. ফাহিম মাশরুর এবং মার্কেটিং ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরীসহ অনেকে।
চাকরি মেলার প্রধান অতিথি তাহমিন আহমেদ বলেন, বিডিজবসের এ ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। দেশের বিভিন্ন শহরে বিডিজবস চাকরি মেলার আয়োজন করায় চাকরির বাজারের সুযোগ কিছুটা হলেও দেশজুড়ে বণ্টিত হচ্ছে। সিলেটে আয়োজিত এ মেলা আমাদের বেকার ছেলে মেয়েদের জন্য নতুন পথের সন্ধান দেবে। আর যারা চাকরি পাবে না তারা অন্তত চাকরির বাজারে প্রতিযোগিতা করার সাহস সঞ্চয় করবে, নিজেদেরকে আগামীর জন্য প্রস্তুত করবে।
এ. কে. এম. ফাহিম মাশরুর বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষ ও অদক্ষ কর্মীর অভাব রয়েছে। প্রচলিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানিগুলো জনবল নিয়োগের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সে চ্যালেঞ্জ দূর করতে এবং কোম্পানিগুলোর সাথে কর্মীদের একটা সহজ যোগাযোগ স্থাপনের লক্ষ্যে বিডিজবস ডটকম এ মেলার আয়োজন করে। আজকের মেলায় ৫০ হাজার আবেদনপত্র জমা হয়েছে। এখান থেকে মেলায় অংশ নেয়া দেশের শীর্ষস্থানীয় ৫০ প্রতিষ্ঠান তাদের কাঙ্খিত কর্মী নির্বাচন করবে।
প্রকাশ রায় চৌধুরী বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য বিশেষ প্রোগ্রাম এটুআই এবং ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চাকরি মেলার সার্বিক সহযোগিতা করেছে। মেলায় প্রাণ-আরএফএল, ওয়ালটন, বিএসআরএম, পপুলার ফার্মা, আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ দেশের শীর্ষস্থানীয় ৫০টি প্রতিষ্ঠান অংশ নেয়।
প্রসঙ্গত, বিডিজবস ডটকম চাকরি প্রার্থীদের সঙ্গে নিয়োগদাতাদের সংযোগ তৈরি করতে ঢাকা, খুলনা, চট্টগ্রামসহ দেশের বড় বড় শহরে চাকরি মেলার আয়োজন করে থাকে। দেশের শীর্ষ কোম্পানিগুলোতে হাজার হাজার চাকরির সুযোগ তৈরি হয় এ মেলার মাধ্যমে।
Collected from bonikbarta