পোশাক শ্রমিকদের বেতন ২৫ হাজার দাবি
মজুরি বোর্ড গঠনসহ পোশাক শ্রমিকদের বেতন ২৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়। এ সময় সংগঠন থেকে মহার্ঘ ভাতা ও পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুরও দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় জীবনযাত্রা ব্যয় বেড়ে গেছে। সব জিনিসের দাম বেড়েছে। কিন্তু পোশাক শ্রমিকদের বেতন বাড়েনি। মাত্র ৮ হাজার টাকা বেতনে চলতে পারছেন না শ্রমিকরা। ঘর ভাড়া, খাবার খরচ, যাতায়াত ও চিকিৎসার খরচ মেলাতে হিমশিম খেতে হয় শ্রমিকদের। এমন পরিস্থিতিতে পোশাক শ্রমিকদের বেতন ২৫ হাজার টাকা করা হোক।
বক্তারা আরো বলেন, সরকার ও গার্মেন্টস মালিকপক্ষ বেতন না বাড়ালে কঠোর আন্দোলনে নামবেন পোশাক শ্রমিকরা। কিছুদিন আগে মিরপুরে পোশাক শ্রমিকরা পেটের দায়ে আন্দোলনে নেমেছিলেন। তখন সরকার বলেছিল, এই আন্দোলন উদ্দেশ্যপ্রণোদিত। সরকার শ্রমিকদের বেতন না বাড়ালে তারা কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, পোশাক শ্রমিক ঐক্যফ্রন্টের সমন্বয়ক শহিদুল ইসলাম সবুজ, পোশাক শ্রমিক সংহতি প্রধান তসলিমা আখতার, টেক্সটাইল গার্মেন্টস ওয়াকারস ফেডারেশন সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, জাতীয় শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, পোশাক শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও বিপ্লব ভট্টাচার্য।
Collected from bangladesherkhabor