দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ঋণ কর্মসূচি চালুর সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনটি গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দেওয়া হয়েছে। এতে ১৭ দফা সুপারিশ করেছে কমিশন।
বিশ্বের অনেক দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষাঋণ দেওয়া ও পরে কর্মজীবনে প্রবেশের পর বা অন্য কোনোভাবে তা পরিশোধ করার নিয়ম রয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়ে এ সুবিধা চালু করতে সরকারকে উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে কমিশন।
Collected From Rising.bd