বৈধপথে অর্থ প্রেরণের জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ সোনালী ব্যাংকের এমডির
বাংলাদেশের রিজার্ভ সঙ্কট নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে তাতে কান না দেওয়ার আহ্বান জানিয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আফজাল করিম বলেছেন, হুন্ডি পরিহার করে বৈধপথে দেশে অর্থ প্রেরণ করলে সংকট অনেকটা কেটে যাবে। ২৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকায় অনুষ্ঠিত ‘বৈদেশিক রেমিট্যান্স এবং বাংলাদেশ’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীদের প্রতি এ অনুরোধ করেন তিনি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। সোনালী এক্সচেঞ্জের সিইও দেবশ্রী মিত্রের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক মোহাম্মদ আতাউর রহমান।
আফজাল করিম বলেন, সরকার দেশ, জাতি ও প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে যারা দেশে বৈদেশিক মূদ্রা পাঠান তাদের জন্য শতকারা আড়াই ভাগ প্রণোদনা দিচ্ছে এবং এখন রেমিট্যান্স পাঠাতে কোন ফি লাগছে না।
প্রবাসী বাংলাদেশিদের ঘরে ঘরে সেবা দিতে সোনালী এক্সচেঞ্জ আধুনিক অনলাইন ব্যবস্থা চালু করেছে উল্লেখ করে সোনালী ব্যাংকের এমডি বলেন, অচিরেই অ্যাপস ব্যবহারের মাধ্যমে ঘরে বসেই গ্রাহকেরা দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন। প্রবাসীদের সেবার মান বাড়াতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অধ্যুষিত রাজ্যগুলোতে নতুন শাখা খোলা বা এজেন্ট নিয়োগ করা হবে জানান তিনি। বন্ধ হয়ে যাওয়া সোনালী এক্সচেঞ্জের যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শাখা অচিরেই খোলা হবে জানিয়ে আফজাল করিম বলেন, যুক্তরাষ্ট্রে সোনালী ব্যাংকের পূর্ণাঙ্গ শাখা খোলার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
যুক্তরাষ্ট্রে সোনালী ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জ আয়োজিত এই মতবিনিময় সভা পরিচালনা করেন সোনালী এক্সচেঞ্জ ম্যানহাটান শাখার ম্যানেজার শাহাদৎ হোসেন। সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সোনালী এক্সচেঞ্জ জ্যামাইকা শাখার ম্যানেজার মনিউর রহমান, ওজনপার্ক শাখার ম্যানেজার কবীর হোসেনসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সুধীবৃন্দ দেশে বিনিয়োগের নিশ্চয়তা, দেশ থেকে অর্থ আনার ক্ষেত্রে জটিলতা, এনআইডি বিড়ম্বনা, প্রবাসে থাকায় নিয়মিত লেনদেন না করায় ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়াসহ প্রভৃতি সমস্যার কথা তুলে ধরলে এমডি মোহাম্মদ আফজাল করিম তা সমাধানের আশ্বাস দেন।
উল্লেখ্য, এমডি মোহাম্মদ আফজাল করিম সংক্ষিপ্ত এক সফরে গত ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসেন।
Collected from samakal