Facebook Youtube Twitter LinkedIn
...
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ট্রেইনি অ্যাসিস্টেন্টদের প্রশিক্ষণ

দক্ষ মানবসম্পদ গড়ে উন্নততর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের নবনিযুক্ত ট্রেইনি অ্যাসিস্টেন্ট অফিসারদের নিয়ে ৬৭তম ও ৬৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসুচি হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী উক্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।


উদ্বোধনী বক্তৃতায় তিনি এ ব্যাংকটিকে একটি আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করে সবাইকে ব্যাংকিং কার্যক্রমে সচেতন ও যত্মবান হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। এ সময় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ এ. কে. এম. আমজাদ হুসাইন ও অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে দুই ব্যাচে ব্যাংকের নতুন নিয়োগ প্রাপ্ত ৭০জন ট্রেইনি অ্যাসিস্টেন্ট অফিসার অংশ নেন। 
Collected From Rising bd.com