পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বেড়েছে। তবে এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানিটি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ১২ ডিসেম্বরের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৩ টাকা ৯০ পয়সা। সর্বশেষ গতকাল লেনদেন শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ৬১ টাকা ১০ পয়সায়। সে হিসাবে মাত্র সাত কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৭ টাকা ২ পয়সা বা ৩৯ দশমিক ১৮ শতাংশ। সাম্প্রতিক সময়ের মধ্যে গতকাল কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ১২ লাখ ৮৩ হাজার ২৭২টি শেয়ার হাতবদল হয়েছে।
Collected From Bonik Barta