Facebook Youtube Twitter LinkedIn
...
মার্কেন্টাইল ব্যাংকে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ

মার্কেন্টাইল ব্যাংকে ‘ক্যাশ ম্যানেজমেন্ট: ছেঁড়া টাকা বাছাই ও বাঁধাই এবং জাল টাকা শনাক্তকরণ’ বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত এ প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখা-উপশাখার ৪৫ কর্মকর্তা অংশ নেন।

প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার তাপস চন্দ্র পাল। উদ্বোধনী বক্তব্যে তিনি ক্যাশ ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ও সার্কুলার যথাযথভাবে পরিপালনের জন্য অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশ দেন। এছাড়া, জাল নোট শনাক্ত করার ক্ষেত্রে প্রচলিত ব্যাংকিং রীতি অনুসরণের পাশাপাশি সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন।


বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মারুফ আলম সুফিয়ানী মূল আলোচক হিসেবে সেশন পরিচালনা করেন। এছাড়া, মার্কেন্টাইল ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল ও কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান ও ইভিপি মো. এনায়েত উল্লাহ্ একটি সেশন পরিচালনা করেন। সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।
Collected From Risingbd