Facebook Youtube Twitter LinkedIn
...
পুঁজিবাজারের উন্নয়নে উদ্ভাবনী পন্থা গ্রহণ করেছে সিএমএসএফ

ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. নজিবুর রহমান বলেছেন, সিএমএসএফ মূল্যবান বিনিয়োগকারীদের সেবা প্রদান করে যাচ্ছে। একইসঙ্গে পুঁজিবাজারের উন্নয়নের জন্য কিছু উদ্ভাবনী পন্থা গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি বিনিয়োগকারীদের জন্য জ্ঞান ব্যবস্থাপনা এবং সিএমএসএফ কর্মকর্তাদের পেশাগত উন্নয়নের উপর চলমান কর্মসূচির সাথে সামঞ্জস্য বিষয়ক ওয়েবিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিএমএসএফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি আরও বলেন, শিল্পায়ন জিডিপি, রপ্তানি আয় এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে একটি জাতির উন্নয়নে উল্লেখযোগ্য যভাবে সাহায্য করে। বাংলাদেশ এখন টেকসই উন্নয়নের দিকে মনোনিবেশ করছে, যা জনগণ ও পরিবেশের সহায়ক ভূমিকা পালন করছে।

ওয়েবিনারে সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট রিসার্চ (সিডিইআর) নির্বাহী চেয়ারপারসন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সাবেক গবেষণা পরিচালক ড. রুশিদান ইসলাম রহমান ওয়েবিনারের মূল বক্তা হিসেবে ‘শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধি: বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা’ বিষয়ের উপর উপস্থাপনা প্রদান করেন।

ওয়েবিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের (এআইএস) অধ্যাপক এবং সিএমএসএফের সদস্য ড. মোহাম্মদ তারেক। তিনি বাংলাদেশের বর্তমান উন্নয়নের ধরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে এর প্রভাব তুলে ধরেন। এছাড়া  তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার আগমনের কারণে কর্মসংস্থানের কিছু চ্যালেঞ্জের বিষয়ে আলোকপাত করেন।


ড. রুশিদান ইসলাম রহমান এই ওয়েবিনারে একটি মূল উপস্থাপনা করেন যেখানে তিনি কয়েক দশক ধরে বাংলাদেশের সামাজিক-অর্থনীতির উন্নয়ন, জিডিপির খাতভিত্তিক অবদান এবং প্রবৃদ্ধির শতাংশের বর্ণনা দেন। তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের তুলনামূলক সমীক্ষাও উপস্থাপন করেন। সবশেষে তিনি শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির মধ্যে ইতিবাচক সম্পর্কের ওপর জোর দেন।

ওয়েবিনারে বিওজি সদস্য, কমিটির চেয়ারম্যান এবং সিএমএসএফ-এর সদস্য, পুঁজিবাজার অবকাঠামো প্রতিষ্ঠানের কর্মকর্তা, মূল্যবান বিনিয়োগকারী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি তার অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএমএসএফের সফটওয়্যার ইঞ্জিনিয়ার মিস নওশীন ইসলাম।
Collected From Risingbd