হুগলি: শ্রীরামপুর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও শ্রীরামপুর আইসি-র যৌথ উদ্যোগে আয়োজিত হল চাকরির মেলার। মঙ্গলবার শ্রীরামপুর এমপ্লয়মেন্ট অফিসে পাঁচটি বেসরকারি সংস্থা এসে চাকরির পরীক্ষা (ইন্টারভিউ) নেয় । এই জব ফেয়ারে অংশগ্রহণ করেছিল প্রায় ১৪০ জনেরও বেশি চাকরি প্রার্থীরা।
ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে বিভিন্ন সমাজমাধ্যমে প্রচার চালানো হয় এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে চাকরির মেলার ব্যাপারে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের এখানে ডাকা হয় এই দিন। তারপর তাঁদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন বিভিন্ন ধাপে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয় । ১৪০ জন প্রার্থীর মধ্যে বিচারেযোগ্য প্রার্থীদের পরবর্তী পর্যায়ের জন্য ডাকা হবে।
এই বিষয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ডেপুটি ডিরেক্টর মিস্টার সামন্ত বলেন, যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নিজেদের নাম রেজিস্টার করিয়েছিল তাদেরকেই ডাকা হয়েছে এই জব ইন্টারভিউ-এর জন্য। আইটিসি, এইচডিএফসির মতন নামিদামি বেসরকারি সংস্থা উপস্থিত ছিল এই জব ফেয়ারে। উচ্চ মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন পাস করা ছাত্র-ছাত্রীরা অংশ নিয়েছিল এই চাকরির মেলায়। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে চাকরি পেয়ে অনেকেই আর্থিক দিক থেকে সচ্ছল হয়েছেন। আগামীতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এই কাজ আরও বৃহত্তর ভাবে করতে চায় যাতে এলাকার ছেলেমেয়েদের বেকারত্বের মধ্যে পড়ে থাকতে না হয়।
Collected from news18