Facebook Youtube Twitter LinkedIn
...
১৫ লাখ টাকার বেশি হলে সরকারি চাকরিজীবীদের জিপিএফে মুনাফা কমবে

নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে জিপিএফ প্রারম্ভিক স্থিতির পরিমাণ ১৫ লাখ টাকা পর্যন্ত মুনাফার হার হবে ১৩ শতাংশ। ১৫ লাখ এক টাকা থেকে ৩০ লাখ পর্যন্ত মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১২ শতাংশ। প্রারম্ভিক স্থিতি ৩০ লাখ টাকার বেশি হলে মুনাফার হার হবে ১১ শতাংশ।

নির্দেশনায় বলা হয়েছে, সব সিপিএফভুক্ত প্রতিষ্ঠানের (স্বায়ত্তশাসিত সংস্থা, করপোরেশন ইত্যাদি) আর্থিক সঙ্গতি একরকম না হওয়ায় প্রতিষ্ঠান ও সংস্থাসমূহ তাদের নিজস্ব আর্থিক বিধিবিধান ও আর্থিক সামর্থ্য অনুযায়ী স্লাবভিত্তিক হারকে সর্বোচ্চ হার হিসেবে বিবেচনায় নিয়ে সিপিএফে জমা করা আমানতের ওপর হ্রাসকৃত হারে মুনাফা নির্ধারণ করতে পারবে।

এর আগে গত ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরের জন্য সরকারি চাকরিজীবীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) এবং প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) মুনাফার হার সবক্ষেত্রে ১৩ শতাংশ ছিল।

collected from deshbarta